Refund and Returns Policy
রিটার্ন ও রিফান্ড পলিসি
- সাধারনত বিক্রিত পণ্য ওয়ারেন্টি কার্ড ফিল আপ এর পর ফেরত বা পরিবর্তন যোগ্য নয়।
- ক্রেতা যখন একটি পণ্য নিচ্ছে সে সময় যদি ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পরিস্থিতিতে পেয়ে থাকে সেই মুহুর্তে মোড়ক খোলা যাবে না এবং স্টিকার কোনভাবে সরানো যাবে না।
ক্রেতা যেভাবে প্রোডাক্টটি পেয়েছে সেভাবে অপরিবর্তিত অবস্থায় পণ্যটিকে চৌধুরী ইলেক্ট্রনিক্স এ ফেরত পাঠাতে হবে ।
- পণ্যটি হাতে পাওয়ার পর আমরা কোনোরকম ত্রুটি আছে কিনা তা যাচাই করে দেখব। পণ্যটি যদি খোলা হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিও করে রাখা অত্যাবশ্যক। যদি গ্রাহকের দ্বারা কোনোভাবে পণ্যটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে গ্রাহক পণ্যটির গ্যারান্টির আওতাভুক্ত হবেন না।
- অর্ডারকৃত পণ্য যদি কোন ভাবে ডেলিভারি করার উপায় না থেকে থাকে সেক্ষেত্রে ক্রেতা পণ্যটির জন্য পরিশোধিত মূল্য ফেরত নেওয়ার জন্য আবেদন করতে পারবে ।
- বিকাশ/রকেট/কার্ড/POS/অনলাইন পেমেন্টের জন্য রিফান্ড চার্জ প্রযোজ্য হবে।
- অতিরিক্ত ফি যেমনঃ ইএমআই চার্জ, বিকাশ চার্জ, গেটওয়ে চার্জ, EFT চার্জ ইত্যাদি ফেরতযোগ্য নয়।
- গ্রাহক যদি পণ্য কেনার সময় কোনপ্রকার ক্যাশব্যাক পেয়ে থাকেন, প্রোডাক্ট রিটার্নের সময় ক্যাশব্যাক এর পরিমান সমন্বয় করা হবে।
রিটার্নস
- বিক্রি হওয়া পণ্য কোন উপযুক্ত কারণ ছাড়া ফেরত বা পরিবর্তন করা যাবে না ।
- অনলাইনে কোন পণ্য ক্রয় করার পর যদি যে পণ্য অর্ডার করেছে ঐ পণ্য না হয় অথবা বাহির থেকে দেখে পণ্যটি ক্ষতিগ্রস্থ মনে হয় তাহলে ক্রেতা ফেরত দিতে পারবে।
- ক্রেতা কোন ব্যাবহৃত পণ্য ফেরত দিতে পারবে না।
রিফান্ড ও রিটার্ন পলিসি যেসব কারণে বৈধ হবে নাঃ
- অনিচ্ছাকৃত পণ্যটি অর্ডার করেছি, এখন আমার এই পণ্যটি দরকার নেই।
- আমি পণ্যটি কেনার আগে দেখার জন্য অর্ডার করেছি।
- আমি এই মুহুর্তে পণ্যটি নিতে আগ্রহী নই।
- আমি পন্যটি যেমন ভেবেছি আসলে তেমন নয়।